রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুর মৃত্যু, মা-বাবা দগ্ধ

0
330

ভোলা নিউজ ২৪ ডট নেট : রাজধানীর মিরপুরে একটি ভবনে গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে তামীম নামের সাত মাসের এক শিশু মারা গেছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন শিশুটির বাবা মানিক এবং মা মীনা। মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মানিকের শরীরের ৯৫ শতাংশ এবং মীনার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুর ১১ নম্বরের চার নম্বর সড়কের চার নম্বর বাড়ির পাঁচ তলা ভবনের নিচ তলায় এই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ওই পরিবারের তিন সদস্য দগ্ধ হন। প্রথমে তিনজনকে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে শিশু তামীমকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার পরিদর্শক মিজানুর রহমান বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে ফুটো থাকায় এই বিস্ফোরণ হয়েছে।

LEAVE A REPLY