আইজিপি জাবেদ..সারা দেশে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা থাকবে স্বাভাবিক

0
342

ভোলা নিউজ ২৪ ডটনেট : আগামীকাল ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। কাল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন থাকবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর পুলিশ সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে আইজিপি বলেন, ‘৮ ফেব্রুয়ারি একটি মামলার রায়কে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের প্রচ্ছন্ন উদ্বেগ বা উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে বলে গণমাধ্যমসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়া সূত্রে জানা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ পুলিশ এরই মধ্যে দেশব্যাপী সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে, গ্রহণ করা হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা। নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা মহানগরীসহ সব বিভাগ, জেলা ও উপজেলায়।

আমরা মনে করি আগামীকাল ৮ ফেব্রুয়ারি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণাধীন থাকবে। আমরা আশা করি সংশ্লিষ্ট সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। তারপরও যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক জননিরাপত্তা ও জনশৃঙ্খলা অবনতি করার অপচেষ্টা করা হয় আমরা আইনগতভাবে তা মোকাবিলা করব। নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা পুলিশ কঠোরভাবে পেশাদারত্বের সাথে মোকাবিলা করবে। কোনো অবস্থাতেই এ ধরনের অপচেষ্টা সহ্য করা হবে না।’

আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমরা সম্মানিত দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা এবং জননিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ সক্ষম এবং প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সম্মানিত নাগরিকবৃন্দকে কোনো গুজবে কান না দিয়ে অথবা ভীত না হয়ে স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার অনুরোধ করছি। কোথাও সন্দেহজনক কোনো কিছু পরিলক্ষিত হলে নিকটস্থ পুলিশকে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অবহিত করার অনুরোধ জানাচ্ছি। সর্বোপরি দেশের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে সম্মানিত নাগরিকগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’

প্রেস ব্রিফিং শেষে আইজিপির কাছে প্রশ্ন করা হয়, গত সাতদিনে আপনারা বিএনপির কতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন? জবাবে আইজিপি বলেন, ‘প্রতিদিন আমাদের নিয়মিত অভিযানে গড়ে যা গ্রেপ্তার করা হয় তার চেয়ে ৫৯ জনকে বেশি গ্রেপ্তার করা হয়েছে। (মানে প্রতিদিন গড়ে ৫৯ জন করে বেশি গ্রেপ্তার)।’

দেশজুড়ে এত নিরাপত্তা ব্যবস্থার কারণ জানতে চাইলে জাবেদ পাটোয়ারী বলেন, ‘গণমাধ্যমসহ সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ বা উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তাই আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা।’

LEAVE A REPLY