তজুমদ্দিনে আশা’র ৩দিন ব্যাপী চিকিৎসা ক্যাম্প

0
406

তজুমদ্দিন প্রতিনিধি ॥ তজুমদ্দিন উপজেলায় এনজিও আশা ব্রাঞ্চ কার্যালয়ে ৩দিন ব্যাপী ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্প সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা চালু করা হয়েছে। গতকাল শনিবার সকালে ক্যাম্প উদ্ভোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা বেগম সাজু। আশা’র রিজিওনাল ম্যানেজার আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশা’র ডিস্ট্রিক ম্যানেজার ওলিউর রহমান। তজুমদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মিজানুর রহমান, ব্যবসাযী কাজী আলমঙ্গীর হোসেন, ব্রাঞ্চ ম্যানেজার পরিতোষ চন্দ্র শাহা। চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন ফিজিওথেরাপি ডাঃ আবদুর রহমান, পঙ্গু হাসপাতালের ডাক্তার নজরুল ইসলাম। ক্যাম্পে যেসব রোগের চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হবে তা হলো- মাংসপেশী, হাট, কোমর ও ঘাড়ের ব্যথাসমুহ,স্পনডাইলোসিস, অস্টিওআথ্রাইটিস, রিওমাটয়েড আথ্রাইটিস, সকল প্রকার জয়েন্ট সমস্যা,ফ্রোজেন সোল্ডার ও জয়েন্ট স্টিফনেস,স্ট্রোক বা অন্য কারনে শরীরের অঙ্গ প্রতঙ্গ অবস হয়ে যাওয়া বা ঝিন ঝিন করা,যে কোন কারনে মুখ বেঁকে যাওয়া,শিশুদের হাত পায়ের সমস্যা, প্রতিবন্ধী, অটিস্টিক, জন্মগত বিকলাঙ্গতা,প্যারালাইসিস, সাইটিকা, বাত মেরুদন্ডের সমস্যা, মাংসপেসী-টেনডন, লিগামেন্ট, রোগ বা আঘাত জনিত সমস্যা, ইনজুরিসহ ইত্যাদি।

LEAVE A REPLY