‘সংহতির জন্য খেলা’

0
245

ভোলা নিউজ ২৪ডটনেট : একটা সময়ে খেলাধুলা ছিল শখের বিষয়। বর্তমান আধুনিক যুগে, খেলাধুলা মানেই অর্থের ঝনঝনানি। কিন্তু ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং জাতিসংঘ মিলে এমন একটি প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছে, যে ম্যাচটির নাম দেয়া হয়েছে ‘ম্যাচ ফর সলিডারিটি’। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘সংহতির জন্য খেলা’।

আগামী বছরের ২১ এপ্রিল, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ম্যাচটি অনুষ্ঠিহত হবে। এই প্রীতি ম্যাচ থেকে যে অর্থ আয় হবে, তা আন্তর্জাতিক মানবিক এবং উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

এই প্রীতি ম্যাচটিতে দুই দলের নেতৃত্বে থাকবেন সাবেক তারকা ফুটবলার রোনালদিনহো এবং লুইস ফিগো। ম্যাচের ডাগ আউটে দেখা যাবে চ্যাম্পিয়ন্স লীগ জয়ী কোচ কার্লোস আন্সেলোত্তি ও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশমকে। ম্যাচটি পরিচালনা করবেন সাবেক আন্তর্জাতিক রেফারি পিয়ালুইগি কোলিনা।

LEAVE A REPLY