মনপুরা প্রতিনিধি :: ভোলার মনপুরা থানা পুলিশ অভিযান চালিয় বিভিন্ন স্থান থেকে ৩জনকে আটক করেছে।
গতরাতে উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদ পেয়ে ওসি মোঃ আহসান কবিরসহ সংগিয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় হাজিরহাট ইউনিয়নের চর জতিন গ্রামের বিভিন্ন স্থান থেকে মোঃ রিয়াজ,মোঃ নসু মিয়া ও রিপনকে আটক করে থানায় নিয়ে আসে। এদের সকলের বাড়ি মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চর জতিন গ্রামে।
আজ সকালে তাদেরকে আদালতে সোপার্দ করে থানা পুলিশ। তাদের অভিযান অব্যাহত রাখার দাবী এলাকাবাসির।
এদিকে মনপুরা থানার ওসি মো: আহসান কবির বলেন,এরা পলাতক আসামী। তাদের নামে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।