মনপুরায় হাতুরি দিয়ে পিটিয়ে চায়ের দোকানীকে আহত

0
59

ভোলা নিউজ ২৪ ডটকম :: ভোলার মনপুরায় নির্বাচনী বাক বিতন্ডার এক পর্যায় চা বিক্রেতাকে হাতুরি ও স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। থানায় লিখিত আভিযোগ দায়ের।

 

গতকাল রাতে পৌনে ৯টায় মনপুরা উপজেলার বাজারে থানার সামনের চা বিক্রেতা মো: আব্বাসকে স্থানীয় কতিপয় সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে। থানায় দেয়া লিখিত অভিযোগে জানা যায়,আব্বাস প্রতিদিনের মতই নিজ দোকানে চা বিক্রি করছিলো। নির্বাচন নিয়ে ক্ষোভের কারনে স্থানীয় সন্ত্রাসী জসিম হাওলাদার,মো: সৈকত,মো: সাজুসহ ৪থেকে ৫জন দোকানে ঢুকে হাতুরি ও খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আহত আব্বাসের ছোট ভাই মো: রাজিব বাদী হয়ে মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শেষ খবর পর্যন্ত থানা পুলিশ মামলা এজাহার হিসেবে নথিভুক্ত করেনি কিংবা কোন আসামীকে আটক করেনি। ক্ষমতাসিন দলের বলেই তাদের আটক করা হচ্ছে না কিংবা মামলা গ্রহন করছে না বলে অভিযোগ রয়েছে।

 

মনপুরা থানার ওসি মো: জহিরুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতর ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY