উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক সতর্কতা

0
1

ভোলা নিউজ২৪ডটকম।।সম্প্রতি ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাবে এই কৌশলগত পারমাণবিক মহড়া চলানো হয়েছে। খবর আল-জাজিরার।

শনিবার (৮ অক্টোবর) দুই সপ্তাহের মধ্যে সপ্তমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এদিনও দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে দেশটি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি যেসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে তা পর্যবেক্ষণ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। কৌশলগত পারমাণবিক মহড়ার অংশ হিসেবেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়।

পারমাণবিক যুদ্ধে শক্তির কার্যকারিতা ও বাস্তব যুদ্ধ ক্ষমতা সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়েছে। কারণ এটি যে কোনো স্থান থেকে যে কোনো সময় লক্ষ্যবস্তুতে আঘাত ও ধ্বংস করতে সম্পূর্ণরূপে প্রস্তুত বলেও জানানো হয়।

কিমের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ জানায়, যদিও শত্রুরা আলোচনার কথা বলে যাচ্ছে। তবে এ বিষয়ে আমাদের অলোচনার কিছু নেই, এমনকি প্রয়োজনও নেই।

LEAVE A REPLY