ভোলা নিউজ২৪ডটকম।। কলকাতার বেগবাগান এলাকায় এলোপাতাড়ি গুলি চালানোর পর এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। তার গুলিতে নিহত হয়েছেন এক নারী।
গুলিবিদ্ধ হয়েছেন আরও এক ব্যক্তি।
শুক্রবার (১০ জুন) দুপুরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের পূর্ব দিকের প্রাচীরের বাইরে ওই গুলির ঘটনা ঘটে।
বস্থানীয়রা জানান, বাংলাদেশ মিশনের পূর্বদিকের দেয়ালের বাইরের আউটপোস্টে নিরাপত্তার দায়িত্বে ছিলেন স্থানীয় পুলিশের সদস্যরা। সেখানে ডিউটি করছিলে নতুন এক পুলিশ কর্মী।
আচমকা তিনি নিজের এসএলআর রাইফেল নিয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। গুলি ছিটকে লাগে পাশে দাঁড়ানো একাধিক গাড়িতে।
সেই সময়ে রাস্তা দিয়ে বাইকে যাচ্ছিলেন এক নারী। মাথায় গুলি লেগে তিনি মারা যান। গুলি লেগেছে বাইকচালক অন্য এক যুবকের শরীরেও।
ঘটনার পরই নিজের গলায় বন্দুক ঠেকিয়ে আত্মঘাতী হন ওই পুলিশকর্মী।
স্থানীয়দের মতে, পুলিশ কর্মীটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আবার কিছু স্থানীয় লোকজন জানান, যে নারী বাইকে করে যাচ্ছিলেন তিনি ওই পুলিশকর্মীর সাবেক প্রেমিকা ছিলেন।
ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকে দুটি মরদেহ। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
বাংলাদেশ মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাটি যেহেতু ভারত তথা পশ্চিমবঙ্গের বিষয়, তাই এ নিয়ে এখনই কিছু বলার নেই।