কুয়াকাটা সৈকতে বিরল সাপে!

0
4

ভোলা নিউজ২৪ডটকম।। কুয়াকাটা সৈকতে এবার দেখা মিলেছে বিরল ইয়োলো-বিল্ড সি প্রজা‌তির এক‌টি সাপের। স্থানীয় জে‌লেরা প্রথ‌মে এটি দেখ‌তে পে‌য়ে শক্ত কোনো জি‌নিস দি‌য়ে আঘাত করার চেষ্টা ক‌রে‌ন এবং এর কিছুক্ষণ প‌রেই সাপ‌টি সাগ‌রের পা‌নি‌তে নে‌মে যায়।  সাপটির বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৮ জুন) সকালে সৈকতের জাতীয় উদ্যানের সামনে স্থানীয় জেলেরা সাপটি দেখতে পান ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন সেখানকার টু‌রিজম ব্যবসায়ী কে এম বাচ্চু।

তি‌নি জা‌নান, সাপটির পেটের রঙ হলুদ ও দেহের উপরিভাগ ছিল কালো। ‌কালো দেহে হলুদের ছোঁয়া থাকায় সাপটি দেখতে ছিল খুবই সুন্দর।

ওয়ার্ল্ডফিসের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, গোটা বিশ্বের স্থল ও সমুদ্রভাগের সকল সাপের মধ্যে এটা চতুর্থ বিষধর সাপ। কুয়াকাটায় এটি সচরাচর দেখা যায় না।

এর আগে, ২০২১ সালের জুন মাসে কক্সবাজার সমুদ্র সৈকতে এই প্রজাতির সাপ দেখা গেছে বলে জানা যায়।

LEAVE A REPLY