হারুনুর রশিদ শিমুল ভোলা নিউজ ২৪ ডট কম
ভোলা নিরাপদ সবজি ও বাজার ব্যবস্থাপনা শীর্ষক সংযোগ স্থাপনে লক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আদর্শ চাষী এগ্রো কেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ (এসিসিএস) এর আয়োজনে ও ইউএসএআইডি’র কারিগরি সহায়তায় আজ সোমবার ভোলার শহরের সমবায় মার্কেটে হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আদর্শ চাষী এগ্রো কেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ (এসিসিএস)’র চেয়ারপার্সন মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় কার্যালয়ে প্রশিক্ষক মোঃ সোহানুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, আদর্শ চাষী এগ্রো কেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ (এসিসিএস)’র বিজনেস ডেভলপমেন্ট কনসালটেন্ট মোঃ নেয়ামুল হক সাকিব, মনিটরিং ও এম.আই এস অফিসার মোঃ আমান উল্লাহ প্রমূখ।
এসময় ভোলার বিভিন্ন ধরণের সবজি আড়ৎদারের নিরাপদ সবজি উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী দেওয়া হয়।