শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন-এমপি শাওন

0
13

সেলিম রেজা,তজুমদ্দিন প্রতিনিধি,ভোলা নিউজ২৪।। পুরোদমে চলছে শীতকাল। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগও বাড়তে শুরু করেছে। গরম কাপড়ের অভাবে অসহায় মানুষগুলো রাতে ঘুমাতে পারে না।

সমাজের উঁচুস্তরের মানুষজন তাদের পাশে দাঁড়িয়ে একটু মমতার দৃষ্টি দিলে তারা আরামে ঘুমাতে পারে।শীতার্ত মানুষগুলো কতটা দুর্বিষহ জীবন যাপন করে। তা নদীর পাড়ের অসহায় মানুগুলোকে না দেখলে বুঝা মুশকিল। মানবতার সেবা সবচেয়ে বড় এবাদত। তাই আসুন, শীতার্ত মানুষগুলোর দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেই। তাদের জন্য গরম কাপড়ের ব্যবস্থা করি।

আমাদের একটু সহায়তা লাঘব করতে পারে তাদের কষ্ট এবং দুর্বিষহ জীবন। আমাদের দেশে পৌষ-মাঘ দুই মাস শীতকাল। হাড় কাপাঁনো শীতে কাল দেশের দরিদ্র ও ছিন্নমূল মানুষ।প্রতিবছর এ সময়ে আসে শীত-শৈত্য প্রবাহ।

প্রধান অতিথি বক্তব্য এই সব কথা বলেন, ভোলা ৩ আসনের তজুমদ্দিন ও লালমোহনে সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্ত আয়োজনে

শনিবার ১ জানুয়ারী দুপুর ১টা সময় চাঁদপুর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে, মহাজন কান্দি, তজুমদ্দিন উপজেলা ৫ টি ইউনিয়নের চাঁদপুর, সোনাপুর,,বড় মলংচড়া, চাচঁড়া শম্ভুপুর অসহায় মানুষ মাঝে ২৫০০ কম্বল বিতরণ করেন। সভাপতিত্ব করেন জনাব মরিয়ম বেগম, উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ফখরুল আলম জাহাঙ্গীর, সভাপতি আওয়ামিলীগ তজুমদ্দিন শাখা, ফজলুর হক, সাধারণ আওয়ামিলীগ, মহিউদ্দিন পোদ্দার, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর বেগম শীলা, শহিদুল্ল্যাহ কিরন, চেয়ারম্যান চাঁদপুর ইউনিয়ন পরিষদ, আবু তাহের চেয়ারম্যান চাচঁড়া ইউনিয়ন, হাসেম মহাজন, সাধারণ সম্পাদক শ্রমিক লীগ, ইসতিয়াক হাসান, সভাসভাপতি স্বেচ্ছাসেবক লীগ, মিজান পোদ্দার, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ, সহ ভিবিন্ন নেতৃবৃন্দ।

LEAVE A REPLY