ভোলায় ইফতার নিয়ে কর্মহীন ও শ্রমজীবীদের পাশে জেলা ছাত্রলীগ

0
184
আদিল হোসেন তপু ।। করোনার কারণে লকডাউন চলাকালীন সময়ে ভোলায়  কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ শ্রমজীবী  মানুষের পাশে  ইফতার সামগ্রী বিতরণ করেন ভোলা জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২২ এপ্রিল)  বিকেলে  ভোলা জেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে ভোলা শহরের বাংলা স্কুল মোড়ে সদর রোডের বিভিন্ন পয়েন্টে কয়েক শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিনামূল্যে হত দরিদ্রদের দিচ্ছে সংগঠনটি নেতাকর্মীরা।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে রোজার শুরু থেকেই ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ ও সাধারন সম্পাদক  হাসিব মাহমুদ হিমেল  ইফতার বিতরন কার্যক্রম অব্যাহত রাখছেন। এসময় ছাত্রলীগ নেতৃবিন্দরা বলেন, আমাদের বিভিন্ন মানবিক কার্যক্রম নতুন প্রজন্মকে ছাত্রলীগ সম্পর্কে ভিন্ন বার্তা দিচ্ছে। আমরা মানবতাকে সাথে নিয়ে আগামীতে পথ চলতে চাই।

এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি, আমিনুল ইসলাম ইভান, ফাহিম,যুগ্ম-সাধারন সম্পাদক নেওয়াজ শরিফ কুতুব, সাংগঠনিক সম্পাদক সুমন,জাহিদ হাছান শান্ত,ছাত্রলীগ নেতা আরমান আহসান, পিয়ার হাসান,আরিফ হোসেন,রাজু সহ বিভিন্ন শাখা নেতৃবিন্দরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে করোনা কালীন সময়ে ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি। বর্তমান সময়ে অনেক মানুষ সংকটে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকে আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কর্মহীন ও শ্রমজীবী মানুষের মধ্যে  ইফতার বিতরণ করেছি। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারন সম্পাদক  হাসিব মাহমুদ হিমেল বলেন,আমরা ইফতার দেয়ার পাশাপাশি অমরা মানুষের স্বাস্থ্য সচেতনতায় এগিয়ে আসছি। করোনার মধ্যে ভোলায় ডায়রীয়ার প্রকোট বাড়ছে তাই ভোলা জেলা ছাত্রলীগের উদ্যোগে আমরা মানুষের স্বাস্থ্য সচেতনতায় মেডিকেল টিম গঠন করে ছাত্রলীগের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

LEAVE A REPLY