ভোলায় কালবৈশাখী ঝড়ে পাথর বাহি বাল্কহেড ডুবি

0
15

ভোলা নিউজ২৪ডটকম।। ভোলায় কালবৈশাখী ঝড়ে একটি পাথরবোঝাই বাল্কহেড ও ঘাটে বাঁধা একটি ছোট লঞ্চডুবির ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৭ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার রাজাপুর ও চরফ্যাশন উপজেলার ঢালচর এলাকায় এ ঘটনা ঘটে।

ভোলা ইলিশ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার পাল বলেন, ভোলার মেঘনা নদীর ভাঙন রোধে ক্লাবের কাজের ব্যবহার করার জন্য কিশোরগঞ্জ থেকে পাথরবোঝাই এমভি জেআরবি নামের বাল্কহেডটি আসে। এসময় ভোলার জোরখাল মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। তবে বাল্কহেডে থাকা শ্রমিকরা তীরে উঠে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরো জানান, ভলগেটটি মেঘনা নদীতে সম্পূর্ণ তলিয়ে গেছে। এতে প্রায় ৭০-৮০ লাখ টাকার ক্ষতি হতে পারে।

ভলগেটটি উদ্ধারের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি।

LEAVE A REPLY