ভোলার শাহবাজপুর নতুন গ্যাস ক্ষেত্রে থেকে আনুষ্ঠানিক গ্যাস উত্তোলন শুর

0
540

টাফ রিপোর্টারঃভোলা নিউজ ২৪ ডটনেট:
ভোলার শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান কূপ শাহাবাজপুর ইষ্ট-১ থেকে পরীক্ষা মূলক ভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে । আজ বুধবার সকালে ডিএসটি-১ এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে গ্যাস উত্তোলন শুরু হয়। এ সময় বাপেক্স এর ব্যবস্থাপনা

পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ

পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী বাপেক্স জানিয়েছে, গত ২৩ আগষ্ট প্রাথমিক ভাবে এই কুপ থেকে ৭ শত বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিলো, সকাল থেকে এ পযর্ন্ত উত্তোলিত গ্যাসের পরিমান ২ ঘন্টায় ২৫ মিলিয়ন ঘন ফুট হওয়ায় কর্তৃপক্ষ আশা করছে এ কুপ থেকে কাক্সিক্ষত গ্যাস পাওয়া যাবে। যার আনুমানিক মূল্য হবে সাড়ে ৮ হাজার কোটি টাকার বেশী । তবে এর পরিমান কম বেশী হতে পারে বলে জানিয়েছে বাপেক্স। এ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো: নওশাদ ইসলাম জানান, সব কয়টি কুপ মিলে এই গ্যাস ক্ষেত্রটির মজুদ একট্রিলিয়ন ঘনফুট ছাড়িয়ে যাবে। উল্লেখ্য, ভোলার শাহাবাজপুরে ১৯৯৪ সনে প্রথম ৩৯০ বিসিএফ গ্যাস আবিস্কার হয়। বর্তমানে দেশের ২৬টি গ্যাস ক্ষেত্রের মধ্যে ভোলা শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রের মজুদ ৫ম।

LEAVE A REPLY