তজুমদ্দিনে ঘূর্ণিঝড় বিষয়ক সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত

0
4

তজুমদ্দিন প্রতিনিধি ॥দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) তজুমদ্দিনের ঘূর্ণিঝড় বিষয়ক সচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টায় তজুমদ্দিন সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত মহড়ায় উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন, ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তৃতায় শাওন বলেন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে তজুমদ্দিন উপজেলায় প্রায় ৭০ হাজার মানুষ মারা যায়। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দূর্গত মানুষকে দেখতে তজুমদ্দিনে এসে তাদেরকে সাহায্য সহযোগীতা করেন। আমি আশা করি সিপিপি’র আজকের মাঠ মহড়ার মাধ্যমে দূর্যোগকালীন সময়ে কিভাবে জানমালের ক্ষয়ক্ষতি কমানো যায় সে সম্পর্কে আপনারা ধারনা লাভ করবেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ফাতমা বেগম সাজু, উপজেলা সাংগঠনিক সম্পাদক শহিদুল্যাহ কিরন, মলংচড়ার ইউপি চেয়ারম্যান নুরনবী সিকদার, তজুমদ্দিন সরকারী কলেজের প্রভাষক জাকির হোসেন তালুকদার, সিপিপি’র তজুমদ্দিন উপজেলা টিমলিডার আব্দুল হালিম টুটুল প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, সিপিপি’র সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদ।

 

LEAVE A REPLY