বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রাজধানীর সদরঘাট নৌ টার্মিনালের ইজারা বাতিল করেছে। ফলে এখন থেকে এই নৌ রুট ব্যবহারে কোনো ফি দিতে হবে না যাত্রীদের।শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ তথ্য জানায়।
বিআইডব্লিউটিএ জানায়, সদরঘাটের ইজারা বাতিল করা হয়েছে। যাত্রীর নিজের বহনযোগ্য কোনো মালামাল কুলিরা ধরতে পারবে না। এমনকি যাত্রীদের বহনযোগ্য কোনো মালামালের জন্য ফি বা শুল্ক দিতে হবে না।
সদরঘাটে যাত্রী হয়রানি রোধে হটলাইনও চালু করেছে বিআইডব্লিটিএ। ০১৩০৪০০৪০০৩/৬ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন যাত্রীরা। এছাড়া অভিযোগ করা যাবে ৯৯৯ নম্বর ডায়াল করে।