আদিল হোসেন তপু: ভোলয়া অসংক্রামক রোগ প্রতিরোধ শীর্ষক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার (২৯ জুন) সকালে ভোলা জেলা সিভিল সার্জেন হল
রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সিভিল সার্জেন ডা.রতন কুমার ঢালী। লাইফষ্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো,স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজনেbÔCountrywide Advocacy Workshopon Healthy Lifestyle Focusing Health Diet,Obesity,Physieal Inactivity,Excessive Salt And Sugar For Non Communicable Diseasu Control শীর্ষক সেবা প্যাকেজের আওতায় সভায় আজমীর ইন্টারন্যাশনাল বেসরকারি কনসাল্টিং ফার্ম এর সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মনিরুজ্জামান,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহাদাত হোসেন,জুনিয়া স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: সুলাইমান সহ
বিভিন্ন শ্রেনী পেশার ব্যাক্তিবর্গ ও সকরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ
এসময় উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা বলেন,বর্তমানে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অসংক্রামক রোগ একটি
গুরুত্বপূর্ণ বিষয় এবং এর কারণে দিন দিন মানুষের মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে।
তবে স্বাস্থ্য সচেতনতা এ রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
।অসংক্রামক রোগ মোকাবিলায় চিকিৎসার চেয়ে প্রতিরোধে বেশি জোর
দেওয়া দরকার। দরকার জনসচেতনতা সৃষ্টি।সে ক্ষেত্রে সরকারি ও বেসরকারি
উদ্যোগকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানায় বক্তারা। এর আগে গত
রবিবার ভোলা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যলয়ে ও উত্তর
দিঘলদী কমিউনিটি ক্লিনিকে একই বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকতা ডা:
মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার
শাহাদাত হোসেন,জুনিয়া স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: সুলাইমান।