ভোলা নিউজ২৪ডটকম।। লকডাউনে যখন শরীর অচল হয়ে যাচ্ছে, মন ঘরে থেকে বিশিয়ে যাচ্ছে। তখন অবসন্ন দেহ-মন চায় একটু বিনোদনের। আর সেই বিনোদনের অন্যতম মাধ্যম ক্রীড়া। কিন্তু লকডাউনে ক্রীড়ার সুযোগ কই।
তাই নওজোয়ান ক্রীড়া চক্র এই লকডাউনের প্রতি সন্মান দেখিয়ে এবং নিজের খেলোয়াড়দের ঘরে থাকতে পরিচালনা করেছিল ব্যাতিক্রম ধর্মী আয়োজন যার নাম লক ডাউন লুডু টুর্নামেন্ট।
১৬ জন খেলোয়াড়দের অংশগ্রহণে এই টুর্নামেন্টে প্রতিটি খেলোয়াড় প্রাথমিক ভাবে ৭টি করে ম্যাচে অংশগ্রহন করে। যেখানে সবার সাথে সবার খেলা হয়। একেক ম্যাচে ৪ জন করে খেলা অনুষ্ঠিত হয়। সেখান থেকে ৮ জন খেলোয়াড় ২ টি সেমিফাইনালে অংশগ্রহণ করে এবং ৪ জন ফাইনালে উন্নীত হয়। হাড্ডাহাড্ডি ফাইনাল শেষে চ্যাম্পিয়ান হন তানজির ইসলাম রবিন এবং রানারআপ হন এ্যাড আদিল মাহমুদ। বাকি ২ ফাইনালিস্ট ছিলেন সীমান্ত পল ও আশিক রয়। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য অনিক তাওফিক।