সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর পক্ষ থেকে অসহায় গরীব হতদারিদ্রদের বাড়িতে-বাড়িতে গিয়ে সহায়তা পৌছে দেন ভোলা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

রোববার (১২এপ্রিল) দুপুরে ভোলা সদর কালিবাড়ি রোডে ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এর দিক নির্দেশনায় ভোলা পৌরসভার ২,৩ নং ওয়ার্ডের অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা পৌছে দেন ভোলা জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ।করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ পক্ষ থেকে অসহায় গরীব হতদারিদ্রদের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রতিদিন পৌছে দিচ্ছেন ভোলা জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ভোলা কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইভান বলেন,ভোলার মাটি ও মানুষের নেতা সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদের নির্দেশে বাড়ি বাড়ি আর্থিক সহায়তা পৌঁঁছে দিয়েছি। এছাড়া করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন মানুষদের পাশে ভোলা জেলা ছাত্রলীগ আছে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইভান, জেলা ছাত্রলীগ নেতা অমি, রায়হান ও উপজেলা ছাত্রলীগনেতা শান্ত।সে সময় তারা সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন। পরিবারের সবাইকে নিয়ে ঘরে থাকার অনুরোধ জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
            
		













