আজ ভোলার দুই ইউপি নির্বাচন,  নির্বাচনকে ঘিরে ৪ স্তরের নিরাপত্তা

0
365
আদিল হোসেন তপু॥ দীর্ঘ নয় বছর পর আজ সোমবার ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরাঞ্জাম। রবিবার দুপুর থেকে চরফ্যাশন নির্বাচন অফিস থেকে প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী মালামাল বুঝিয়ে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।  এসময় তিনি জানান, চরফ্যাশনের নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নের নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই ইউনিয়নের ১৮টি কেন্দ্রে ভোট গ্রহন চলবে। ইতমোধ্যে কেন্দ্রেগুলোতে নির্বাচনী ব্যালট পেপার, বাক্সসহ সকল ধরণের মালামাল পাঠানো হয়েছে। দুই ইউনিয়নে ৭ চেয়ারম্যান প্রার্থীসহ, সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্য পদে মোট ৯৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করছে। এদের মধ্যে নুরাবাদে ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›দ্ধীতা করবে আওয়ামী লীগ মনোনীত একজন ও স্বতন্ত্র ৩জন। আহম্মদপুর ইউনিয়নে চেয়াম্যান পদে প্রতিদ্ব›দ্ধীতা করবে আওয়ামী লীগ মনোনীত এক জন ও স্বতন্ত্র দুই জন। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে দুইটি ইউনিয়নে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে পুলিশ ৪’শ জন, র‌্যাব ৪০ জন, বিজিবি দুই প্লাটুন, আনসার সদস্য ৩৮০জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২জন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২জন নিয়োজিত থাকবে। নির্বাচনী সহিংসতা এড়াতে মাঠে পুলিশের মোবাইল টিম ও ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও জানান তিনি। প্রসঙ্গতঃ- সীমানা বিরোধের জের ধরে দীর্ঘ নয় বছর ধরে এ দুইটি ইউনিয়নে নির্বাচন বন্ধ ছিলো। এই দুইটি ইউনিয়নে মোট ৩০ হাজার ২৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

LEAVE A REPLY