ভোলা নিউজ২৪ডটনেট।। ভোলা-ঢাকা রুটে চালু হতে যাচ্ছে দ্রুতগামী নৌযান গ্রিন লাইন সার্ভিস। এ সার্ভিসটি চালুর মধ্যদিয়ে প্রথমবারের মতো নৌপথে দিনের বেলায় রাজধানীতে যাতায়াত করতে পারবে ভোলাবাসী। এতে সময় এবং ভোগান্তি কমে যাবে এ পথে চলাচলকারীদের। সার্ভিসটি চালু হলে জরুরি প্রয়োজনে এ অঞ্চলের মানুষ খুব সহজেই যাতায়াত করতে পারবেন। গ্রিন লাইন সার্ভিস চালুর দাবি ভোলাবাসীর দীর্ঘদিনের। যা খুব শিগগিরই বাস্তবায়িত হচ্ছে। এ খবরে লঞ্চে যাতায়াতকারী অনেক যাত্রীই সন্তুস্ট প্রকাশ করেছেন। ভোলার জেলা প্রশাসক মাসুম আলম ছিদ্দিক বলেন, ভোলা-ঢাকা রুটে গ্রিন লাইন সার্ভিস চালুর সিধান্ত নিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে লক্ষ্মীপুরের মতিরহাট পয়েন্ট ফেরীঘাট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চলতি মাসের মধ্যেই এ সার্ভিস দু’টি চালু হবে। তিনি জানান, প্রতিদিন ভোলার ইলিশা থেকে দুপুর ২টা ৩০ মিনিট এবং ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাবে গ্রিন লাইন।