চরফ্যাশন কোস্ট ট্রাস্টে শিশু সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

0
195

সোহেব চৌধুরী,ভোলা নিউজ২৪ডটনেট।।  চরফ্যাশন কোস্ট ট্রাস্টে দিনব্যপী শিশু সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিসিডি বাংলাদেশ ও রেডিও মেঘনার আয়োজনে মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট ট্রাস্টের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় চরফ্যাশন উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিষয়ের সহযোগী অধ্যাপক মোঃ শাতিল সিরাজ।

সিসিডি বাংলাদেশের কো-অর্ডিনেটর সামছুন্নাহার সুইটির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু বিশেষজ্ঞ ডাক্তার অমিতাভ কুমার দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৃষিত কুমার চৌধুরী, সিসিডি বাংলাদেশের যুগ্ম পরিচালক শাহানাজ পারভীন পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুল আলম শামু সহ সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও ইমাম ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY