কাশ্মীর ইস্যুতে অ্যাকশন নিল পাকিস্তান

0
327

অনলাইন ডেস্ক:কাশ্মীরকে বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণায করায় ভারতের বিরুদ্ধে একগুচ্ছ পাল্টা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অফিসে বৈঠক করে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি। এবং ওই বৈঠকে মোট ছয়টি সিদ্ধান্ত হয়।

১. ভারতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে ডেকে নিয়েছে পাকিস্তান।

২. ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করছে পাকিস্তান।

৩. ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো কমিয়ে ফেলছে দেশটি।

৪. দ্বিপক্ষীয় সব বিষয়ের পুনর্মূল্যায়ন করা হবে।

৫. কাশ্মীর নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়টি জাতিসংঘে নিয়ে যাবে পাকিস্তান।

৬. ১৫ আগস্ট পাকিস্তানে কালোদিন হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।

Govt of Pakistan

@pid_gov

Prime Minister Imran Khan chaired a meeting of NSC at Prime Minister’s Office. Committee discussed situation arising out of unilateral & illegal actions by Indian govt, situation inside Indian Occupied J&K and along LOC.
The Committee decided to take following actions:

Embedded video

Govt of Pakistan

@pid_gov

1-Downgrading of diplomatic relations with India.
2-Suspension of bilateral trade with India.
3-Review of bilateral arrangements.
4-Matter to be taken to UN, including the Security Council.
5-14th of August to be observed in solidarity with brave
Kashmiris.

View image on Twitter
1,698 people are talking about this

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির ওই বৈঠকে ইমরান খান ছাড়াও ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অভ্যন্তরীণ বিষয়কমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মানবাধিকারমন্ত্রী, আইনমন্ত্রী, অর্থনৈতিক উপদেষ্টাসহ ইসলামাবাদ সরকারের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। সুত্র এনটিভি অনলাইন

LEAVE A REPLY