চরফ্যাশনে জলবায়ু ফোরাম কর্তৃক পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

0
213

সোহেব চৌধুরী,ভোলা নিউজ২৪ডটনেট।।পরিস্কার পরিচ্ছন্নতা অব্যাহত রাখুন ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গরুন এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৫ই আগস্ট সোমবার সকাল ১০টায় উপজেলা জলবায়ু ফোরাম ও যুব জলবায়ু নেটওয়াকের্র আয়োজনে এবং কোস্ট ট্রাস্টের সহোযোগীতায় পরিস্কার পরিচ্ছন্নতায় দিনব্যাপী কার্যক্রম অনুষ্ঠিত হয়। সকাল ৯,৩০ মিনিটে যুব জলবায়ু নেটওয়ার্কের সভাপতি মনির আসলামি ও সাংবাদিক কামরুল শিকদারের নেতৃত্বে নিজ আঙ্গিনা পরিস্কার রাখি ডেঙ্গু মুক্ত চরফ্যাশন গড়ি স্লোগান নিয়ে একটি র‌্যালি বের হয়ে পৌর সদর রোড প্রদক্ষিন করে কারামাতিয়া (আলিয়া) কামিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এসে শেষ হয়। এসময় উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি অসিম তালুকদার, সহ সভাপতি এম আবু সিদ্দিক, পৌর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম শামু,কোস্ট ট্রাস্ট টিম লিডার রাসিদা বেগম, যুব জলবায়ু নেটওয়ার্কের সভাপতি মনির আসলামি, সহ সভাপতি কামরুল শিকদার, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি এআরএম মামুন,দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এ আর সোহেব চৌধুরী, বাংলার কন্ঠ প্রতিনিধি আমিনুল ইসলামসহ আরোও অন্যান্য সাংবাদিক শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রি উপস্থিত ছিলেন। উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি অসিম তালুকদার ও সহ সভাপতি এম আবু সিদ্দিক ও কাউন্সিলর আকতারুল আলম শামুর ব্যাবস্থাপনায় এ পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় চরফ্যাশন খাসমহল জামে মসজিদ এরিয়া, ট্যাফনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয়, কারামাতিয়া (আলিয়া) মাদ্রাশা ও বালিকা মাধ্যমিক বিদ্যালয় লিঙ্ক রোডে ময়লা আবর্জনাসহ বিভিন্ন আগাছা কেটে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়।

LEAVE A REPLY