তজুমদ্দিনে প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান ও জলবায়ু ফোরামের ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরন

0
264

তজুমুদ্দিন প্রতিনিধি :তজুমদ্দিনে উপজেলা প্রশাসনের উদ্দোগে পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু সচেতনতায় উপজেলা জলবায়ু ফোরামের পক্ষ থেকে লিফলেট বিতরন করা হয়েছে । সোমবার সকাল ১০টায় তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দারে নেতৃত্বে উপজেলা চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। পরে সচেতনতা মুলক র‌্যালি অনুষ্ঠিত হয় । র‌্যালিটি তজুমদ্দিন উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে তজুমদ্দিন সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে শেষ হয় । এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন ,সকলে সচেতন হতে হবে, নিজ বাড়ি ঘর, অফিস, দোকান নিজ দায়িত্বে পরিষ্কার করতে হবে। ছাত্ররা এক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ডেঙ্গু সহ অনেক রোগ হতে মুক্ত থাকা যাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অন্যানের মধ্যে অংশগ্রহন করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সিপিপি, তজুমদ্দিন প্রেস ক্লাব সভাপতি রফিক সাদি ও অন্যান সাংবাদিকবৃন্দ, ছাত্র, শিক্ষক ও উপজেলা জলবায়ু ফোরাম নেতৃবৃন্দসহ অনেকে।র‌্যালি শেষে জলবায়ু ফোরাম সহ সভাপতি জনাব মোঃ শাহাবুদ্দিন, সদস্য, মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃশামীম, সরোয়ার ও সিএফটিএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার রাজিব ঘোষ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন।

LEAVE A REPLY