আখেরাতের শান্তি

0
425

♦ ♦♦
ঐ যে দেখা যায় আকাশের চাঁদ,
নামাজ, রোজা ছাড়া আখের বরবাদ,

জীবনটারে বানাই ফুল,
আল্লাহর কাছে চাইরে ক্ষমা,
করিয়াছি যত ভুল,

কালিমা,নামাজ,রোজা,হজ্জ,যাকাত
সব কিছুর মুল,
তবেই পাবো আখেরাতে কুল,

ধনী,গরিব হিংসা বিভেদ,
আজ থেকে করি চ্ছেদ,

দুনিয়াটা আখেরাতের শস্য ক্ষ্যাত,
সত্যর পথে করিরে মেহনত,
মিলবে তবেই নাজাত,

পুরুষের মাথায় টুপি,মুখে দাড়ী,
নারী সাবধানে, পর্দা করুন মা জাতী- নারী,

আল্লাহর কাছে করি ফরিয়াদ,
পূন্য জীবন মিলবে,
পাইবো বেহেস্তের স্বাদ।

অনাবিল সুখ,শান্তি,
থাকবেনা কোন ক্লান্তি।
“””””””””””””””””””””””””'”””””

এস,আই/সানাউল্লাহ তালুকদার
“”শশীভূষন থানা,ভোলা।”””’

LEAVE A REPLY