ধনিয়া ইউনিয়নে বাল্যবিয়ের প্রতিরোধে কিশোর-কিশোরীদের আলোচনা সভা অনুষ্ঠিত

0
333

ইমতিয়াজুর রহমান।।  বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে কিশোর-কিশোরী ক্লাবের অগ্রগামী সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

ইউনিসেফ এর সহায়তায় কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ রোধ কর্মসূচী (আইইসিএম) প্রকল্পের এর আয়োজনে ০৮ এপ্রিল  বুধবার সকালে ধনিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দেবাশীষ মজুমদার (APC),কোস্ট ট্রাস্ট এর আইইসিএম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো: মিজানুর রহমান, উপজেলা মনিটরিং অফিসার মো: জিয়া উদ্দিন আহমেদ , ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল কাদের, ইব্রাহীম খলিল, CBCPE সদস্য রেজাউল বারি, লোকমান হোসেন,RCY মেম্বার প্রতিনিধি তরিকুল ইসলাম ,ধনিয়া ইনিয়নের ওয়ার্ড প্রোমটর মোঃ ঈসারুল্লাহ, সমন্বয়কারী বিবি মরিয়ম সহ কিশোর কিশোরী ক্লাব এর সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, বাল্য বিয়ে, ইভটিজিং মাদক একটি সামাজিক ব্যাধি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সামাজিক অবক্ষয় রোধ করতে কাজ করবো। শিশু বিবাহ মুক্ত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।  যে খানেই বাল্য বিয়ে, মাদক ও ইভটিজিং হবে তাতক্ষণিকভাবে তার  ব্যবস্থা নিতে হবে। সবাইকে  সম্মেলিতভাবে আগামী দিনের সমাজ গঠনে কাজ করতে হবে।

LEAVE A REPLY