স্টাফ রিপোর্টার,ভোলা নিউজ২৪ডটনেট ।। “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই স্লোগানকে সামনে রেখে ভোলা জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ মার্চ) সকালে ভোলা জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সকালে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এই বনার্ঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভোলা জেলা সিভিল সার্জেন ডা: রথীন্দ্রনাথ মজুমদার এর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার বিভিন্ন ভাবে অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করছে। জনবহুল এই দেশের প্রতিটি নাগরিককে মূল্যবান জাতীয় সম্পদ হিসাবে গড়ে তুলতে হলে নারী, পুরুষ শিশুসহ সকলের জন্য মানসম্পন্ন পুষ্টি নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকারের বলিষ্ঠ নেতৃত্বে খুব দ্রুত আমরা সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।