ঢাকায় কার্গোর ধাক্কায় ক্রিস্টাল ক্রুজের ক্ষতি, অল্পের জন্য রক্ষা পেল হাজার যাত্রী

0
1225

রাকিব উদ্দিন অমি।।ঢাকায় কার্গোর ধাক্কায় ক্রিস্টাল ক্রুজের ক্ষতি ।অল্পের জন্য রক্ষা পেল হাজার যাত্রী।

আজ শনিবার(৬ এপ্রিল)ঢাকা থেকে সন্ধ্যায় ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম ভি ক্রিস্টাল ক্রুজ রাত ১০:৪৫ মিনিটে ঝরের কবলে পরে। চাঁদপুর নয়ননগর নামক যায়গার কাছাকাছি আসলে লঞ্চ এর পাশে থেকে একটি কার্গো ধাক্কা দিয়ে লঞ্চের  রেলিং ভেংগে বের হয়ে যায়। এতে লঞ্চের রেলিং ভেঙে ব্যাপক ক্ষতি হয়।লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পরে।

লঞ্চে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রি সাখাওয়াত হোসেন ইমন, জানান ঘূর্ণিঝড় ছারার কিছুক্ষণের মধ্যে একটি কার্গো লঞ্চটিকে ধাক্কা দিলে লঞ্চটি ঘুরে লঞ্চের গতিপথ পরিবর্তন হয়ে যায়।কার্গোটি লঞ্চের  রেলিং ভেংগে বের হয়ে যায়।লঞ্চের যাত্রিরা  তাৎক্ষণিক অন্য জায়গায় সরে পড়ে। এতে কোনো যাত্রী আহত হয়নি।কার্গোটি ক্রিস্টাল ক্রুজ কে ধাক্কা দিয়ে বের হয়ে গেলে লঞ্চের চালক লঞ্চটি কে গতি পথে নিয়ে আসে।

লঞ্চের চালক জানান, অন্ধকারে  কিছুই দেখা যাচ্ছিল না তার মদ্ধ্যে ঝর শুরু হয় হঠাৎ পাশ থেকে একটি কার্গো এসে ধাক্কা দেয় লঞ্চের রেলিং ভেংগে গেছে।

LEAVE A REPLY