স্বাধীনতার ইতিহাস বেগম খালেদা জিয়া বিকৃতি করার চেষ্টা করেছে-  তোফায়েল 

0
406

মো: আফজাল হোসেন ।। ভোলায়  মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় ভোলা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি  জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী বাণিজ্য মন্ত্রাণায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান তোফায়েল আহমেদ এমপি । র‌্যালিতে জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এর আগে বাংলা স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন,এই স্বাধীনতার ইতিহাস জিয়াউর রহমান ও তার সহধর্মীনি বেগম খালেদা জিয়া বিকৃতি করার চেষ্টা করেছে। স্বাধীনতা যুদ্ধে আমাদের প্রায় ৩০ লক্ষ লোক শহীদ হয়েছিল। আর খালেদা জিয়া বলেছিল ৩০ লক্ষ লোক শহীদ হয়নি। তাই বিশ্বের কাছে আমাদের এই গনহত্যা দিবস এর স্বিকৃতি পেতে বেগ পেতে হয়েছিল। আমরা মনে করি ২৫ মার্চ ছিলো গনহত্যা দিবস। আমিই প্রস্তাব করেছিলাম পালামেন্টে ২৫ মার্চ গনহত্যা দিবস পালন করার জন্য। প্রধানমন্ত্রী সেই প্রস্তাব সমর্থন করে সিদ্বান্ত নিয়ে গতকাল গণহত্যা দিবস পালন করা হয়।  এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগে সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু,সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

 

 

 

 

LEAVE A REPLY