চরফ্যাশনে দলিত জনগোষ্ঠির মানববন্ধন ৮ দফা দাবি

0
377

সোহেব চৌধুরী,চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে দলিত জনগোষ্ঠির ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছে সংগঠনের নেতৃবৃন্ধ। ২১ মার্চ সকাল সাড়ে ১০ টায় চরফ্যাশন সদরে ব্রজগোপাল টাউনহল চত্বরে এ মানববন্ধন কর্মসুচি পালন করে। এসময় বক্তারা দলিত জনগোষ্ঠির ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকারের প্রতি তাদের দাবি তুলে ধরেন। তারা বলেন দলিত শ্রেণীর জনগোষ্ঠিরা বাংলাদেশে বঞ্চিত হয়ে বসবাস করছে। সংগঠনের চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি বিপ্লব চন্দ্র কমল ৮ দফা দাবি তুলে ধরে বলেন, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরধে আইন কমিশন সুপারিশকৃত প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত করতে হবে। দেশের সকল জেলার দলিত জনগোষ্ঠিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় আনতে হবে। সকল মহানরী ও পৌরসভাসমূহে দলিত জনগোষ্ঠির আবাসন সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা গ্রহন এবং অগ্রাধিকার ভিত্তিতে দলিতদের মধ্যে খাস জমি বরাদ্দ দিতে হবে।

সাধারন সম্পাদক অসোক সাহা বলেন ,পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি বিশেষ বিবেচনায় এনে তাদেও সুরক্ষার সকল উপকরন সরবরাহ করতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দালিত ছাত্র-ছাত্রীদের ভর্তি কোটা প্রবর্তন করার জন্য আমাদের বঞ্চিত জনগোষ্ঠির দাবি রইলো। এসময় উপস্থিত ছিলেন সভাপতি বিপ্লব চন্দ্র কমল,সম্পাদক অসোক সাহা , সিনিয়র সহ-সভাপতি অর্জুন চন্দ্র মালি ,বিমল চন্দ্র দাস ,যুগ্ন-সম্পাদক বিজয় সাংগঠনিক সম্পাদক দ্বিনেশ ও বিভিন্ন জাতিয় দৈনিকের সাংবাদিক বৃন্দ।

LEAVE A REPLY