আদিল হোসেন তপু,ভোলা নিউজ ২৪ ডটনেট ॥মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর পাশবিক অত্যাচার, বাড়ী ঘরে অগ্নিসংযোগ, গণধর্ষন ও নির্মমভাবে হত্যা বন্ধের দাবীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম ভোলা জেলা শাখা।
শুকবার দুপুর ২টায় শহরের কালিনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নতুন বাজার চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে হেফাজত ইসলামের ব্যানারে হেফাজতের নেতকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহন করেন। এর আগে হাটখোলা জামে মসজিদ চত্বরে বিক্ষোভপূর্ব এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় হেফাজত ইসলাম ভোলা জেলার সহ-সভাপতি মাও. ছিদ্দিক আহাম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সহ-সভাপতি মাও. ইয়াছিন নবীপুরী, ইসলামী আন্দোলন ভোলা জেলার ভারপ্রাপ্ত সেক্রটারী মাও. তরিকুল ইসলাম, হেফাজত ইসলামের জেলা সেক্রেটারী মাও. শফিউদ্দিন, ইসলামী আন্দোলন ভোলা পৌর সভাপতি মাও. আতাউর রহমান, শান্তিরহাট মাদ্রাসার মোহতামিম মাও. কবির আহম্মদ, বড় মসজিদের ইমাম মাও. নুরে আলম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা দীর্ঘদিন ধরে মিয়ানমারের আরাকান (রাখাইন) রাজ্যে নিরীহ রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর সে দেশের সরকার, সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী কর্তৃক পৈশাচিক অত্যাচার, ধর্ষণ, নিপীড়ন, বর্বর নির্যাতন, কোলের শিশুকে কেড়ে নিয়ে ছুড়ে ফেলে হত্যাসহ নির্বিচারে যে নৃশংস মুসলিম গনহত্যা চালাচ্ছে তা মানবতা বিরোধী ও মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তারা একই সাথে পেট্রোল ঢেলে আগুন দিয়ে একের পর এক জ্বালিয়ে দিচ্ছে আরাকানের ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনা। আমরা এই গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মিয়ানমারের সামরিক জান্তাদের অত্যাচারে অসহায় রোহিঙ্গা মুসলিমরা নিজের দেশের ভিটে মাটি ছেড়ে আজ উদ্ভাস্তু হিসেবে বাঙলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা আন্তর্জাতিকভাবে অসহায় রোহিঙ্গা মুসলিমদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে পুনর্বাসনের জোর দাবি জানাচ্ছি।