বাংলাদেশ জুডিসিয়ারী সহায়ক কর্মচারী পরিষদের কমিটি গঠন

0
303

ইয়াছিনুল ঈমন,ভোলা নিউজ২৪ডটনেট।।
বাংলাদেশ জুডিসিয়ারী সহায়ক কর্মচারী পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।এ উপলক্ষে ৬৪ জেলায় কর্মচারীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৫ জানু/ ১৯ খ্রিঃ সকাল ১০ ঘটিকায় জেলা ও দায়রা জজ আদালত ঢাকা এর কেন্টিন রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা জজ ঢাকা এর নাজির জনাব তরিকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় স্পেশাল জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জনাব হেদায়েতুল হক। গেষ্ট অব অর্নার হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা সরকারি চাকুরিজীবি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনাব মোঃ আসাদুজ্জামান বেঞ্চ সহকারী ৮ম আদালত, জেলা জজ কোর্ট, ঢাকা। এ সময় জনাব মোঃ শাকিলুর রহমান, নাজির সিএমএম কোর্ট ঢাকা এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির জনাব শাহ মোঃ মামুন, খুলনা সিজেএম কোর্ট এর নাজির জনাব তরিকুল ইসলাম। বাংলাদেশ জুডিসিয়ারী সহায়ক কর্মচারী পরিষদের সোস্যাল মিডিয়ার এডমিন জনাব মোঃ নাজিমউদ্দিন (ক্যাশিয়ার, সিজেএম কোর্ট) ভোলা। এ সময় জনাব মোঃ আব্দুল মান্নান বিশ্বাস তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যদি কারো যৌক্তিক দাবী থাকে তা মেনে নেব। তাই আমরা টেবিল আলোচনায় আমাদের দাবী সমাধান করতে চাই। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা কেন মিছিল, মিটিং এবং ব্যানার নিয়ে আন্দোলন করতে যাব। সভায় সংগঠনের ৬৪ জেলার জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তাদের দাবীগুলো নিয়ে কথা বলেন।
ঘোষিত কমিটির সদস্যরা হলেন ১. আহবায়ক- তরিকুল আলম- নাজির-জেলা জজ কোর্ট, ঢাকা ২.যুগ্ম আহবায়ক-১[শাহ মো মামুন- নাজির-মহানগর দায়রা জজ কোর্ট,ঢাকা] ৩. যুগ্ম আহবায়ক-২ [ মো শাকিলুর রহমান-নাজির- সিএমএম কোর্ট, ঢাকা] ৪. যুগ্ম আহবায়ক-৩ [মো তরিকুল ইসলাম-নাজির, খুলনা সিজেএম কোর্ট] ৫. যুগ্ম আহবায়ক-৪ [ মোঃ নাজিম উদ্দিন, ক্যাশিয়ার, সিজেএম কোর্ট, ভোলা।] ৬. সদস্য সচিব- মো আসাদ্দুজ্জামান [ বেঞ্চ সহকারী ৮ম আদালত, জেলা জজ কোর্ট, ঢাকা।

LEAVE A REPLY