ডাকসু নির্বাচনে ছাত্রলীগই নেতৃত্ব দেবে: তোফায়েল

0
380

ডাকসু নির্বাচনে ছাত্রলীগই নেতৃত্ব দেবে। এমন আশা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের।

সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমেই স্বাধীনতার বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু।

শনিবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ জমায়েত হন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বেলুন ও ফেস্টুনে সজ্জিত করা হয়েছে, অপরাজেয় বাংলার পাশের অনুষ্ঠান মঞ্চ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেছে, দলটির কেন্দ্রীয় কমিটি।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ছাত্রলীগ।

LEAVE A REPLY