সাপের পাকস্থলিতে নতুন প্রজাতির সাপ!

0
551

ভোলা নিউজ ২৪ ডটনেট।।  একটি সাপের পেটে আবিষ্কার করা হয়েছে নতুন প্রজাতির সাপ।

নতুন প্রজাতির এ সাপের নামটিও দেওয়া হয়েছে যথোপযুক্ত, ‘মিসটেরিয়াস ডিনার স্নেইক’।  সেনাস্পিস আনিগমা প্রজাতির সাপটি পাওয়া গেছে মেক্সিকোর বনাঞ্চলে অবস্থিত নিজের আবাসে থাকা একটি সাপের পেটে।

ন্যাশনাল জিওগ্রাফিক’র তথ্য অনুযায়ী, প্রাণিটির বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যদের থেকে পৃথক করে। যেমন এর মাথার আকৃতি, আর লেজের নিচে থাকা অস্থি ফলক।

একজন শীর্ষ সরীসৃপ গবেষক জনাথন ক্যাম্পবেলের মতে, ‘বিজ্ঞানীরা এখনো এই জীবের নমুনা খুঁজে পাননি।’ তিনি বলেন, ‘সাপটি থেকে স্পষ্ট হয়েছে গোপনে বিচরণশীল এমন সাপও হয়।’

LEAVE A REPLY