বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

0
309

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ২০৬ আসনে একক প্রার্থী দিয়েছে দলটি। ৯৪টি আসনে ‘ধানের শীষ’ নিয়ে লড়বে ঐক্যফ্রন্টের অন্য শরিকদল।

আজ শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির চূড়ান্ত প্রার্থীরা হলেন—

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা-২ ইরফান ইবনে আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ সালাউদ্দিন আহমেদ, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১০ আবদুল মান্নান, ঢাকা-১১ শামীম আরা বেগম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা -১৩ আবদুস সালাম, ঢাকা-১৬ আহসান উল্লাহ হাসান, ঢাকা-১৯ দেওয়ান সালাহউদ্দিন,  ঢাকা-২০ তমিজ উদ্দিন।

মানিকগঞ্জ -২ মইনুল ইসলাম খান শান্ত, নেত্রকোনা -১ ব্যারিস্টার কায়সার কামাল, নরসিংদী-১ খায়রুল কবির খোকন, নরসিংদী-২ আবদুল মঈন খান, নরসিংদী-৪ সরদার সাখাওয়াত হোসেন বকুল, মুন্সীগঞ্জ-১ শাহ মোয়াজ্জেম হোসেন, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, মুন্সীগঞ্জ-৩ আবদুল হাই।

গাজীপুর-১ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, গাজীপুর-২ সালাহউদ্দিন সরকার, গাজীপুর-৪ শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-৫ ফজলুল হক মিলন।

ফেনী-২ ভিপি জয়নাল, ফেনী-৩ আকবর হোসেন, চট্টগ্রাম-৭ কুতুবউদ্দিন বাহার, চট্টগ্রাম -৯ ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১০ আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম -১২ এনামুল হক।

নোয়াখালী- ১ ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নাল আবদীন ফারুক, নোয়াখালী-৩ বরকতউল্লাহ বুলু, নোয়াখালী-৪ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-৬ ফজলুল আজীম।

কুমিল্লা-১ ও ২ ড. খন্দকার মোশাররফ হোসেন।

টাঙ্গাইল-২ সুলতান সালাহউদ্দিন টুকু, টাঙ্গাইল-৫ মাহমুদুল হাসান, টাঙ্গাইল-৬ গৌতম চক্রবর্তী।

সিলেট-৪ দিলদার হোসেন সেলিম, হবিগঞ্জ-৩ জি কে গউছ।

নাটোর-২ সাবিনা ইয়াসমিন, পাবনা-২ সেলিম রেজা হাবিব, পাবনা -৪ হাবিবুর রহমান হাবিব, মেহেরপুর-১ মাসুদ অরুন।

যশোর-১ মফিকুল ইসলাম তৃপ্তি, যশোর-৪ টি এস আইয়ুব। কুষ্টিয়া-৩ জাকির হোসেন, কুষ্টিয়া-৪ মেহেদী আহমেদ রুমি।

সিরাজগঞ্জ-১  রুমানা মোর্শেদ কনকচাঁপা, সিরাজগঞ্জ-৩ আবদুল মান্নান তালুকদার।

পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাট-৩ আসাদুল হাবিব দুলু, ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান।

নাটোর- ১ কামরুন্নাহার, নাটোর-২ সাবিনা ইয়াসমিন, রাজশাহী- ১ ব্যারিস্টার আমিনুল হক, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৪ আবু হেনা, রাজশাহী-৫ অধ্যাপক নজরুল ইসলাম।

মাগুরা-১ মনোয়ার হোসেন,মাগুরা-২ নিতাই রায় চৌধুরী।

খুলনা-২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আজিজুল বারী হেলাল, সাতক্ষীরা-১ হাবিবুল ইসলাম হাবিব, ভোলা-৩ মেজর (অব.) হাফিজউদ্দিন, ভোলা-২ হাফিজ ইব্রাহিম, ভোলা-৪ নাজিমউদ্দিন আলম, বরিশাল -১ জহিরউদ্দিন স্বপন, বরিশাল-৫ মজিবর রহমান সরোয়ার, বরিশাল -৬ আবুল হোসেন খান, পটুয়াখালী-১ আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী -৩ গোলাম মওলা রনি, পটুয়াখালী-৪ এ বি এম মোশাররফ হোসেন।

ফরিদপুর-২ শামা ওবায়েদ, ফরিদপুর -৩ চৌধুরী কামাল ইবনে ইউসুফ, কক্সবাজার -১ হাসিনা আহমেদ।

বিস্তারিত আসছে …

LEAVE A REPLY