নুরুন্নবী চৌধুরী শাওন আই.সি.টি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রাম”

0
408

মো:ইলিয়াছ (তজুমদ্দিন প্রতিনিধি),ভোলা নিউজ২৪ডটনে।। হাটি-হাটি পা-পা করে ৭৩০ দিন হয়ে গেলো।ডিজিটাল লালমোহন তজুমদ্দিন গড়ার লক্ষ্যে মাসিক কোর্সে বছর ব্যপী ফ্রি  কম্পিউটার প্রশিক্ষণ।

আধুনিকতায় সমাজ ব্যবস্তা গড়তে এমপি শাওন লালমোহন তজুমদ্দিনে প্রতিষ্ঠা করেন ফ্রি আই.সি.টি,  যা কখনো বুঝতোনা আই.সি.টি কাকে বলে, কতোটা প্রয়োজন। এমপি শাওন হাতের নাগালে এনে দিয়েছেন তা থেকে লালমোহন তজুমদ্দিনের সাধারন জনগণ এ প্রতিষ্ঠান থেকে ফ্রি আই.সি.টি শিক্ষায় শিক্ষিত হচ্ছে।

বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আই.সি.টি শিক্ষায় পরির্পূণ জ্ঞান থাকতে হবে বলে মনে করেন এমপি শাওন। আধুনিক সমাজ ব্যবস্তায় লালমোহন তজুমদ্দিনের প্রতিটি পরিবারকে সচল করতে হবে বলে মনে করেন। তাহলে লালমোহন তজুমদ্দিন উপজেলা হবে রোল মডেল এবং ডিজিটাল- এমন টাই মনে করেন এমপি শাওন।

লালমোহন উপজেলা শাখার বিপ্লবী ছাত্রলীগের আয়োজনে প্রতিষ্ঠা করেন “নূরুন্নবী চৌধুরী শাওন আই.সি.টি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রাম” ।
প্রধান প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষকতায় :- ভোলা-৩ আসনের মাননীয় সাংসদ জনাব আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়।

প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন সময়ের সেরা আইসিটিতে দক্ষ প্রশিক্ষক এবং ২০১৭ সালে আইসিটিতে এ্যামবিলিয়ন্থ এওয়ার্ড প্রাপ্ত জনাব নজরুল ইসলাম (শুভ রাজ)

লালমোহন তজুমদ্দিনের জনগন মনে করেন এমপি শাওন আমাদের একই পরিবারের সদস্য, আমরা তাকে দুঃখে সুখে পাশে পাই, বিপদে আপদে দৌড়ে আসেন এমপি শাওন। আমাদের শিক্ষা ব্যবস্তা অবহেলিত থাকলেও এমপি শাওন অগনিত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। শিক্ষা ব্যবস্থায় এখন আর আমরা পিছিয়ে নয় হাজার গুন এগিয়ে।  আমরা পিছিয়ে ছিলাম আই.সি.টি শিক্ষায় আজ আমরা তা হাতের কাছে পেয়ে গেছি। আমরা এমপি শাওনের কাছে চিরকৃতজ্ঞ।

নূরুন্নবী চৌধুরী শাওন আই.সি.টি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রাম  তার নির্বাচনী এলাকা লালমোহন তজুমদ্দিনে দুটি উপজেলায় দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

এ যাবত কাল পর্যন্ত প্রায় ১৫ শত ছাত্র/ছাত্রী সফল ভাবে কম্পিউটার ব্যাচিক প্রশিক্ষণ  নিয়েছে। লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষন নিয়েছে ২শত জন ছাত্র/ছাত্রী।
আর্ন করছে প্রায় ৪হাজার ডলার।
এটা এমপি শাওনের মহৎ উন্নয়ন চ্যালেঞ্জ – যা আজ পর্যন্ত কোন এমপি মন্ত্রী নিজের অর্থায়নে আই.সি.টি প্রশিক্ষণ ফ্রি করেন নি।

এটা একমাত্র ইতিহাসের পাতায় প্রথম এমপি শাওনই করেছেন।

এ প্রতিষ্ঠানের মাধ্যমে অই.সি.টি শিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং বেকার মুক্ত উপজেলায় (লালমোহন-তজুমদ্দিন) রূপান্তর হচ্ছে।

আগামীর অাধুনিক ও ডিজিটালের হাতিয়ার হিসেবে কাজ করবে অত্র প্রতিষ্ঠানটির প্রশিক্ষণার্থীরা।

সফল এবং সফলার স্বপ্ন দেকায় এমপি শাওন, ভোলা-৩ আসনের দু’বারের এমপি হয়ে আলোকিত করেছেন লালমোহন তজুমদ্দিন উপজেলার সমাজ ব্যবস্তার, পরিবর্তন এনেছেন রাজনীতির, আাজ সুখ, শান্তিতে দিন যাপন করছেন লালমোহন তজুমদ্দিনের সাধারন জনগন।

LEAVE A REPLY