ঘূর্ণিঝড় তিতলি’ নামটি অর্থ কি

0
546

ভোলা নিউজ ২৪ডটনেট।।তিতলি’ নামটি অর্থ প্রজাপতি।
ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে উত্তাল সাগর।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাগর তীরের আট দেশের আবহাওয়া দপ্তর ও বিশ্ব আবহাওয়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত প্যানেলে এ ঝড়ের নাম দিয়েছে ‘তিতলি’।

প্যানেলে ‘তিতলি’ নামটি প্রস্তাব করে পাকিস্তান। এর অর্থ প্রজাপতি। এদিকে আরব সাগরে আরেকটি ঘূর্ণিঝড় ইতোমধ্যে তৈরি হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘লুবান’।

LEAVE A REPLY