হোমিও ডা:জীবন কৃঞ নন্দীর মৃত্যুতে শোক  প্রকাশ

0
446

লালমোহন প্রতিনিধি : লালমোহন উপজেলার প্রবীন হোমিও চিকিৎসক ও জনতা হোমিও হলের প্রতিষ্ঠাতা  ডা: জীবন কৃঞ নন্দী দির্ঘদিন অসুস্থ থেকে গত ৬/০৮/১৮ রোজ সোমবার নিজ বাস ভবনে মৃত্যু বরন করেন । তার অকাল মৃত্যুতে গভির শোক প্রকাশ করেছেন ভোলা জেলা হোমিও প্যাথিক চিকিৎসক সমিতি ও  বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েসন ভোলা জেলা শাখা । পৃথক পৃথক শোক র্বাতায় তারা প্রয়াত ডা: জীবন কৃঞ নন্দী বিদেহি আত্বার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভির সমবেদনা প্রকাশ করেন ।

LEAVE A REPLY