ভোলায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ আহত ৫,লঞ্চ ভাংচুর

0
3

স্টাফ রিপোর্টার :: বরিশাল বিভাগীয় গণসমাবেশে অংশ নিতে ভোলা থেকে লঞ্চযোগে বিএনপির নেতাকর্মীরা বরিশালে যাবার পথে ভোলার ভেদুরিয়া নামক স্থানে আওয়ামী লীগ ও বিএনপির সাথে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের শহরের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোলা-বরিশাল রুটের আওলাদ নামের একটি লঞ্চে ভাংচুর চালিয়েছে বলে অভিযোগ করেছে লঞ্চ মালিক কতৃপক্ষ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে বলে সদর থানার ওসি মো শাহিন ফকির জানান।

 

গতরাতে বুধবার ভোলার খেয়াঘাট হতে এমভি ভোলা নামক লঞ্চে ভোলা জেলা বিএনপি এবং এর অংগ সংগঠনের নেতাকর্মীরা রাত ১০টায় ভোলার খেয়াঘাট নামক স্থান থেকে রওনা দেয়। লঞ্চটি তেতুলিয়া নদীর ভেদুরিয়া নামক স্থানে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা লঞ্চে হামলা চালায়। বলে বিএনপির নেতারা দাবি করেন। এসময় উভয়ের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে। আহতদের রাতে শহরের বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়।

 

ভোলা সদর থানার ওসি মো শাহিন ফকির জানান, রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি। পরে লঞ্চটি বরিশাল চলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

LEAVE A REPLY