দৌলতখান মেঘনার তীরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
7

ভোলা নিউজ২৪ডটকম।।ভোলার দৌলতখানে মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ মে) বিকেল ৪ টার সময় দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন মাছ ঘাট সংলগ্ন এলাকার নদীর তীর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর। মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে কালো রংঙের টি শার্ট এবং অর্ধ উলঙ্গ ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে বলেও জানান তিনি।

LEAVE A REPLY