ভোলা নিউজ২৪ডটনেট। । রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ না কাটতেই এবার এলাকাটির আরেকটি ভবনে আগুন লেগেছে।
শুক্রবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে বনানীর ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর আবাসিক ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। তবে আগুন ১০ মিনিটেই ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।
সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করার আগে ভবনটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেলেও এখন আর ধোঁয়া দেখা যাচ্ছে না। ভবনটির বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে নিচে নেমে এসেছেন।
আগুন লাগার কারণ উদঘাটন করার জন্য এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রচেষ্টায় ১০ মিনিটেই এ আগুন নিয়ন্ত্রণে আসে।