ধনিয়ায় জমি জমা বিরোধের জের ধরে ৪জনকে পিটিয়ে আহত, মামলা দায়ের

0
524

স্টাফ রিপোর্টার ॥
জমি-জমা সংক্রান্ত্র বিরোধের জের ধরে ভোলার ধনিয়ার প্রতিপক্ষের হামলার ঘঠনা ঘটেছে। বুধবার (২৮ মার্চ) দুপুরে ধনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মইনুদ্দিন বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে। হামলায়, সেকান্তর, হাসান, জয়নাল আবেদিন, খাদিজা, তাসনুর  সহ কয়েক জন আহত হয়। এর মধ্যে সেকান্তরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপরে জয়নাল আবেদিন বাদি হয়ে ভোলা সদর থানায় মামলা দ্বায়ের করে।
আহতদের সূত্রে জানা যায়, ধনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মইনুদ্দিন বেপারি বাড়ি বাসিন্দা মৃত আবদুল বারেক বেপারির ছেলে জয়নাল আবেদিন গংদের সাথে একই বাড়ির মৃত দলিল উদ্দিন পাটোয়ারির ছেলে খোরশেদ আলম গংদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত্র বিরোধ ছিল। বুধবারে দুপুরের দিকে জয়নাল আবেদিন গং জমির সীমানা নির্ধারনের জন আমিন এনে জমির মাপছিল। এসময় জমি মাপা নিয়ে প্রতিপক্ষ খোরশেদ আলম গংদের সাথে কথা কাটাকাটি হয়। এসময় খোরশেদ আলম, আবু বেপারি, মনির সহ কয়েকজন মিলে জয়নালের উপর হামলা করে। এসময় জয়নালের ভাই সেকান্তর, ছেলে হাসান, স্ত্রী খাদিজা  এগিয়ে আসলে খোরশেদ আলম গং তাদের মারধর করে। পরে এ স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে। এরমধ্যে সেকান্তরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে।

LEAVE A REPLY