১১ বছর পর আবারও প্রিমিয়ারে টি-টোয়েন্টি লিগ

0
432

ভোলা নিউজ ২৪ডটনেট : দীর্ঘ ১১ বছর পর টি-টোয়েন্টির ফরমেটে, প্রিমিয়ার লিগ আয়োজনের চিন্তা করছে বিসিবি। ২০০৬ সালে টি-টোয়েন্টির ফরমেটে প্রথম প্রিমিয়ার লিগ হয়েছিল। এ বছর আবার সেই ফরমেটে প্রিমিয়ার লিগের খেলা হবে। মঙ্গলবার এমনটিই জানিয়েছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক বলেন, ‘আমরা এবার আবারও প্রিমিয়ার লিগে ৫০ ওভারের পাশাপাশি টি-টোয়েন্টির লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। সুপার লিগ পর্বে সেরা আট দল নিয়ে টি-টোয়েন্টির ফরমেটে খেলা আয়োজনের কথা ভাবছি। আমরা চাচ্ছি, এক সপ্তাহ সময় বের করে শের-ই-বাংলায়, টি-টোয়েন্টি লিগ আয়োজনের। তাতে ব্রডকাস্টাররাও খেলাগুলো দেখাতে পারবে। দলগুলোও উৎসাহ পাবে।’

 ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ। ওয়ানডের আদলে প্রিমিয়ার লিগের খেলাগুলো হওয়ায় সম্প্রচারে তেমন কোনো আগ্রহ দেখায়নি ব্রডকাস্টারার। বিসিবি চাচ্ছে, সুপার লিগ পর্বের খেলাগুলো সম্প্রচারের স্বার্থে টি-টোয়েন্টির আদলে নিয়ে আসতে।

LEAVE A REPLY