হজ করতে সৌদিতে ১০৪ বছরের মারিয়া

0
436

ভোলা নিউজ ২৪ ডটনেট ।। ১০৪ বছরের মারিয়া। বয়সের ভারে নুয়ে পড়লেও অদম্য ইচ্ছাশক্তি বেঁধে রাখতে পারেনি তাঁকে। তাই তল্পিতল্পা গুছিয়ে পবিত্র হজ পালনে ছুটে গেছেন সৌদি আরব।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, স্থানীয় সময় শনিবার জেদ্দা শহরে পৌঁছান ইন্দোনেশিয়ার বাসিন্দা ইবু মারিয়া মারঘানি মুহাম্মদ। এযাবৎকালে হজ করতে যাওয়া সবচেয়ে বয়স্ক মানুষের মধ্যে একজন বলে ধারণা করা হচ্ছে তাঁকে।

জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে স্থানীয় একটি সংবাদমাধ্যমকে মারিয়া বলেন, ‘আল্লাহকে ধন্যবাদ, আমি মক্কায় যাচ্ছি। আল্লাহকে ধন্যবাদ, আমি হজ করতে যাচ্ছি।’

এ বিষয়ে সৌদির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা জানান, সৌদি আরব মারিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। হজ প্রত্যেক মুসলিমের জীবনে একটি আধ্যাত্মিক বিষয়। ১০৪ বছর বয়সী মারিয়ার জন্য এটি অসাধারণ।

আগামী ৩১ আগস্ট সৌদি আরবে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। দেশটির প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এরই মধ্যে ১৫ লাখ মুসলিম হজ করতে সৌদি পৌঁছেছেন। হজের জন্য ভিসা দেওয়া হয়েছে কমবেশি ২০ লাখ মুসলিমকে।

LEAVE A REPLY