সেপটিক ট্যাংকে নিহতদের পরিবারের পাশে এমপি শাওন

0
9

ভোলা নিউজ২৪ডটকম।।ভোলার তজুমদ্দিনের সেপটিক ট্যাংক দুর্ঘটনায় মো. রাকিব ও সাদ্দাম হোসেন নামে দুই শ্রমিকের মৃত্যুর পর তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে নিহতদের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারের সদস্যকে একলাখ টাকা করে অনুদান দিয়ে সব সময় তাদের পাশে থাকবেন বলে জানান।এ সময় তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (১৪ মার্চ) দুপুরে তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের দক্ষিণ চাঁচড়া গ্রামের দক্ষিণ-পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের সেপটিক ট্যাংক সংস্কারে নামে দুই শ্রমিক। সেখানে বিষক্রিয়ায় তারা মারা যান। তাদের বাঁচাতে গিয়ে আলাউদ্দিন নামে এক পথচারীও নিহত হন।

এ ঘটনার পর নিহত তিনজনের প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

LEAVE A REPLY