সুস্থ্য হয়ে পত্রিকা বিক্রি করতে চায় পত্রিকা হকার রাজিব

0
429

এ আর সোহেব চৌধুরী, (ভোলা) চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন উপজেলার পত্রিকা হকার মোঃ রাজিব (১৯) সুস্থ্য হয়ে পত্রিকা বিক্রি করতে চায়। রবিবার (৪ নভেম্বর) বেলা ১২ ঘটিকায় চরফ্যাশন বাস টার্মিনাল থেকে পৌর শহরের উদ্দেশ্যে পত্রিকা নিয়ে আসার পথে হ্যালিপ্যাড নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ডান পায়ের রানের হাড় ভেঙ্গে যায় তার। উন্নত চিকিৎসা নিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান রাজিব। কিন্তু টাকার অভাবে ভালো চিকিৎসা নিতে না পারায় অসুস্থ্যতা নিয়ে ফিরে আসেন কর্মস্থলে। কাথা-বালিশ জড়িয়ে রিকশায় চরে শহরের থানা রোডে পত্রিকা বিক্রি করতে দেখা যায় পত্রিকা হকার রাজিবকে। কথা হয় তার সঙ্গে রিকশায় চরে পত্রিকা বিক্রির বিষয়ে জানতে চাইলে রাজিব বলেন, “পারিবারিক অভাবের তারনায় পরালেখার ইতি ঘটে, পাঁচ ভাইবোন ও বাবা মাকে নিয়ে বসবাস করি চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে। ৭ সদস্যের অভাবের সংসার চালাই পত্রিকা বিক্রির মাধ্যমে সড়ক দূর্ঘটনায় অভাবের সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। বন্ধ হয়ে যায় আমার পত্রিকা বিক্রি। ডান পায়ের রানের হার ভেঙ্গে যাওয়ার পর থেকে হাটা-চলা করতে পারি না। গত ১ মাস ধরে পত্রিকা বিক্রি বন্ধ, পত্রিকা বিক্রি করে সংসার চালাতে হয় তাই বাধ্য হয়ে অসুস্থতা নিয়ে রিকশা ভাড়া করে পত্রিকা বিক্রি করছি। দৈনিক যা আয় ইনকাম আসে তা দিয়ে রিকশা ভাড়া দিতে ও সংসার চালাতে অনেক হিমশিম খাচ্ছি, নিজের চিকিৎসা করাতে পারছি না। আমি সুস্থ্য হয়ে আগের মতো স্বাভাবিক ভাবে পত্রিকা বিক্রি করতে চাই। তাই সমাজের বিত্ব্যবানদের সাহায্য-সহযোগিতা চাই। খোজ নিয়ে যানা গেছে দীর্ঘ ৫ বছর ধরে চরফ্যাশন পৌর শহরের অলিগলিতে পত্রিকা বিক্রি করে পাঠকদের মনে স্থান করে নিয়েছেন রাজিব। তার পিতা মোঃ নুরে আলম মিয়া পেশায় একজন ক্ষেতমজুর। বসত ভিটা ছাড়া আর কিছুই নেই পরিবারটির তাই টাকার অভাবে অসুস্থ ছেলের চিকিৎসা করাতে পারছেন না নুরে আলম মিয়া। রাজিবের পিতা নুরে আলম মিয়া বলেন, “আমি একজন অসহায় ক্ষেতমজুর অন্যের ক্ষেত খামারে কাজ করে যা পাই তা দিয়ে পরিবারের সবার জন্য আহার যোগানোর চেষ্টা করি। কোনদিন তিন বেলা খাবার জোটে আবার কোনো দিন জোটে না। বড় ছেলে রাজিবের চিকিৎসা করার সাধ্য আমার নেই। চোখের সামনে ছেলেটা ধুকে ধুকে মরছে আর সয্য করতে পারছিনা। দেশে এত মানুষ কেউ যদি গরিবের দুঃখ’টা বুঝতো তাহলে ছেলে আমার সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরে আসতো। রাজিবের সাথে যোগাযোগের মোবাইল নম্বর ঃ ০১৭৫৫-২৮০৩০৮

LEAVE A REPLY