ক্রীড়া প্রতিবেদক : আব্বাস ,ভাই গোপাল, বুলবুলের করা গোলে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়ে অপরাজিত গ্রæপ চ্যাম্পিয়ন হল মর্নিং ক্লাব । ২ ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করায় নিজেদের শেষ ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল নিয়ে মাঠে নামে মর্নিং ক্লাব । খেলার ১ম অর্ধে উভয় দলই গোল করার চেষ্টা চালায় । মর্নিং ক্লাবের আজিম এবং মর্নিং সানের নাইম, রাছেল গোল করার জন্য বারবার আক্রমন চালায়। কিন্তু উভয় দলের গোল রক্ষকের দৃঢ়তায় গোল শুন্য অবস্থায় খেলার ১ম অর্ধ শেষ হয়। ২য় অর্ধে শুরুতেই গোলের খাতা খোলেন মর্নিং ক্লাবের ডিফেন্ডার আব্বাস । ৫৫ মিনিটের দিকে গোলের ব্যবধান দ্বিগুন করেন এক সময়ের তুখোর খেলোয়ার ভাই গোপাল। খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠে মর্নিং সান । শেষ ২০ মিনিটের দিকে বদলি খেলোয়ার হিসেবে মাঠে নেমে চমক দেখায় মর্নিং সানের আবদুল হান্নান। দূর্দান্ত গোলে দলকে খেলায় ফেরানের চেষ্টা করে আবদুল হান্নান । খেলার শেষের দিকে মর্নিং ক্লাবের মিডফিল্ডার বুলবুলের গোলের মাধ্যমে ৩-১ গোলে খেলা শেষ হয় । ফলে অপরাজিত গ্রæপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে মাঠে নামবে যুগিরঘোলের এই ক্লাবটি । আগামি ২ আগষ্ট বৃহস্পতিবার সাইফ পাওয়ার ব্যাটারি ভোলা জেলা ফুটবল লীগের প্রথম সেমিফাইনালে ভোলা ইউনাইটেড ক্লাবের মুখোমুখি হবে তারা। অপর দিকে ৩ আগষ্ট ২য় সেমিফাইনালে পৌর ১নং ওয়ার্ডের দল বেইজিং স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে কালিবাড়ি একাদশের সাথে।