এম মইনুল এহসান : বেইজিং ঝড়ে উরে গেলো ইউনাইটেড । ৬-০ তে বিধ্বস্থ হলো উকিলপাড়ার এই ক্লাবটি । বেইজিং স্পোটিং ক্লাবের এনাম, রাকিব , মাসুদ,বেনুপাল, রাছেল, আল আমিনরা মিলে একরকম ছেলে খেলা করল অপেক্ষাকৃত অনবিজ্ঞ ভোলা ইউনাইটেড ক্লাবকে নিয়ে। এনাম ২টি, রাছেল ২টি ,রাকিব ও আলআমিন ১টি করে গোল করে। খেলা শুরুর ২৩ মিনিটের দিকে বেইজিং ক্লাবের স্টাইকার বাংলাদেশ পুলিশের খেলোয়ার এনামের করা গোলে এগিয়ে যায় বেইজিং । ৪২ মিনিটের দিকে ব্যাবধান দ্বিগুন করেন স্টাইকার রাকিব । খেলার ২য় অর্ধের শুরুতে ৩মিনিটের মাথায় দলিয় হ্যাট্রিক করেন আল আমিন । বদলি খেলোয়ার হিসাবে মাঠে নেমে ৭০ মিনিটের সময় গোল করেন স্টাইকার রাছেল । ৮০ মিনিটের দিকে নিজের গোলের সংখা দ্বিগুন করেন এনাম । ৮৬ মিনিটের দিকে রাকিবের পাছ থেকে আরেকটি গোল করেন রাছেল । ভোলা ইউনাইটেড ক্লাবের গোল শুন্যতার মধ্য দিয়েই ৯০ মিনিটে শেষ বাশি বাজে ।
ভোলা গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত সাইফ পাওয়ার ব্যাটারি জেলা ফুটবল লীগের ২দিনে নিজেদের প্রথম চমক দেখায় বেইজিং স্পোটিং ক্লাব । ক্লাবটির সভাপতি মুসতান মাহমুদ আরিফ ও সাধারন সম্পাদক সুলতান মাহমুদ রাজিব জানান , এবারের লীগে চ্যাম্পিয়ান হওয়ার লক্ষেই দল গঠন করেছেন বেইজিং স্পোটিং ক্লাব । ভোলার সেরা খেলোয়ারদের নিয়ে এই দল গঠন করা হয়েছে । সামনের ম্যাচে আরো ভালো খেলায়ার আনা হবে।