ভোলায় ৩৩ জেলে আটক

0
362

আদিল হোসেন তপু,ভোলা নিউজ২৪ডটনেট ॥
ভোলার মেঘনা নদীতে নিশেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৩৩ জন জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ১৩ জন জেলেকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাকি ২০ জনকে জরিবানা করা হয়।
শুক্রবার (৫এপ্রিল) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন এ দন্ড দেন। এদের বাড়ি সদর উপজেলার বিভিণœ ইউনিয়নে।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, ভোলার মেঘনায় মাছের অভায়াশ্রমে জেলেরা যাতে ইলিশসহ বিভিণœ প্রজাতির মাছ শিকার করতে না পারে সে জন্য মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড এর একটি টিম নদীতে যৌথ অভিযান চালায়।
উল্লেখ্য, মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে অভায়াশ্রম হিসাবে ঘোষনা করা করায় সকল ধরনের মাছ ধরা বন্ধ করেছে মৎস্য বিভাগ।

 

LEAVE A REPLY